চাই না প্রতিদান
. -বলরাম সরকার
————————————–
জানি তুমি আসবে না কাছে
বাসবে না ভালো
আমায় কোনো দিন –
তবু ও বলি তোমায় আমি
দূর থেকে বাসব ভালো
চিরকাল, অন্তহীন…..
বেসো না ভালো,
এসো না কাছে,
চাই না কোনো প্রতিদান –
শুধু কেড়ো না অধিকার
তোমাকে ভালোবাসার
এই কথা কর দান।