শুধু তোকেই ভালবাসি
. -বলরাম সরকার
থাক না তুই /যতই দূরে
যা না তুই /আরও সরে
সাত সাগরের পার-
নাই বা থাকুক /ভাগ্যে লেখা
সামনাসামনি /চোখে দেখা
তোর আর আমার।
রোজ তো দেখি / মনে মনে
হৃদয় পুরের / গহিন বনে
তুই যে আছিস।
রাখতে চাই যে/বেঁধে তোরে
রতন ভরা / এই অন্তরে
যতই দূরে থাকিস।
বাঁচতে চাই / বছর হাজার
জনম লক্ষ / কোটি বার
শুধু তোরই জন্য।
দাঁড়িয়ে থেকে/দূর দেশে
যুগে যুগে / ভালো বেসে
করব জীবন ধন্য।
ভালো লাগল পড়ে।
Bangla kobita
Moralmasud ধন্যবাদ