প্রয়োজন ছিল না

প্রয়োজন ছিল না
-বলরাম সরকার
জলাশয় থেকে সমুদ্র –
মাঝে একটা স্রোতের টান ;
কোনো প্রয়োজন ছিল না।

বেশ তো ছিল শৈবালের দল!
পানা ফুলের নাই বা থাকুক সুগন্ধ!
নাই বা ছিল সাগর তলের
মুক্তা মাণিক ঝিনুক!
তবুও তো ছিল –
বক পানকৌড়ির মাছধরা,
আকাশের এক ফোঁটা নীল,
আর মিছে আলেয়ার ঝলকানি।
ছিল না সাগর পাড়ে আছড়ে পড়া
পাঁজর ভাংগা ঢেউ;
ছিল না কোনো কান্নার নোনা জল।

তাই কোনো প্রয়োজন ছিল না
ঐ স্রোতের টান।

0.00 avg. rating (0% score) - 0 votes