জীবন তরী

শক্ত হাতে ধরতে হবে
জীবন তরীর হাল ,
নাও ছেড়ে দে রে মাঝি
তুলে রঙ্গিন পাল ।
দিনরাত মোরা ছকেবাঁধা
জীবন কাটাই ,
কাজ করি আর বাঁচার
রসদ যোগাই ।
যাদের হাতে আছে আজ
ক্ষমতার মায়াজাল ,
এ জগতে তারাই কেবল
বুনে স্বপ্নের জাল ।
গরীব দুঃখী মধ্যবিত্ত যেন
শুকনো জড়াপাতা
দমকা হাওয়ায় পথ হারিয়ে
পায় সে দুঃখব্যথা ।
জগতময় আজ রয়েছে দেখ
কত ফাদ পাতা ,
এরমাঝে তোমায় করবো সেবা
হে মোর বঙ্গমাতা ।
এটুকুই আরতি আমার বন্ধু
এটুকুই প্রার্থনা ,
পায়ে দলে মোরে হৃদয়টাকে
দুমরে মুচরে দিওনা ।

0.00 avg. rating (0% score) - 0 votes