মায়ের কান্না

মায়ের কন্ঠে আহাজারী, খোকা তুই
কোথায় হারিয়ে গেলি ?
চিরতরে চলে গেল সে অসময়ে
শোকের মাতম তুলি ।
কত কথা বলতো সে একা একা
কত যে গান গাইতো ,
কথা গানে মনের কোনের কষ্টকে
ভূলে থকতে চাইতো ।
যত তার বায়না ছিল সবই সে
করতো মায়ের কাছে ,
সাধ আছে সাধ্যি নেই, বকুনিটাই
পাওনা হতো শেষে ।
মন কাদে তাই সে সবার কষ্টে
সাথী হতে চাইত ,
সবাই তাকে ভালবাসতো আর
আদর স্নেহ করতো ।
মরন ব্যধি আছে তার দেহে
পারেনি বুঝতে মা,
হঠাৎ চলে গেল সে, মা নিজেকে
কেমনে করবে ক্ষমা !

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “মায়ের কান্না

Comments are closed.