ক্র্যাঞ্চ/ কড়মড়: চার্লস বুকোস্কি

ক্র্যাঞ্চ/ কড়মড়: চার্লস বুকোস্কি
মূলঃ চার্লস বুকোস্কি
তর্জমাঃ সজল আহমেদ


এই একাকীত্বই মহান এটা যদি তুমি তোমার হাতে থাকা ঘড়ির কাঁটার গতিবিধির সাথে ধীরে ধীরে দ্যাখো।
ভালোবাসার কারণে আজ
মানুষ খুবই ক্লান্ত
বিকলাঙ্গ
মানুষ একে অপরের নিকট শুভ নয়
তাঁরা একে অপরের প্রতি
ধনীরা ধনীর সন্নিকটে শুভ নয়
এক ফকিন্নি অপর ফকিন্নি প্রতিও।
আমরা ভয়ে আছি।
আমাদের শিক্ষাব্যবস্থা আমাদের বলে; নিশ্চই আমরা সবাই একদা বড় মাপের বিজয়ী গাধা হতে পারব।
এটা আমাদের কখনো জ্ঞাত করেনি কোন বস্তিজীবন বা কোন আত্মহত্যা সম্বন্ধে।
অথবা একটা নির্জনস্থানে একাকী পরে থাকা কোন সন্ত্রাসী
অস্পৃষ্ট
অদৃষ্ট
কোন উদ্ভিদ ভরা জলার সম্বন্ধে।

The Crunch
“there is a loneliness in this world so great
that you can see it in the slow movement of
the hands of a clock.
people so tired
mutilated
either by love or no love.
people just are not good to each other
one on one.
the rich are not good to the rich
the poor are not good to the poor.
we are afraid.
our educational system tells us
that we can all be
big-ass winners.
it hasn’t told us
about the gutters
or the suicides.
or the terror of one person
aching in one place
alone
untouched
unspoken to
watering a plant.

0.00 avg. rating (0% score) - 0 votes