বেচে থাকার মন্ত্র

বাঁচতে চাও ? অন্যায়কে মেনে নিয়ে
ভূলে যাও মানবাধিকার,
স্নেহ প্রেম ভালবাসা ভূলে
কোশলে করে নাও স্বার্থ উদ্ধার ।

মিথ্যে বলা শিখে নাও
গোপন রাখো অপ্রিয় সত্যকে,
প্রশয় দিতে শিখো
বর্বরতা আর দুঃশাসনকে ।

শোষিতের আর্তনাদে
হইওনা ব্যকুল,
জুলুমের প্রতিবাদ করতে
হইওনা আকুল ;

কৃত্রিম দেশপ্রেম হোক তোমার
পথ চলার সঙ্গী ,
বিপরীত পথে হাটলেই নির্ঘাত তুমি
সন্ত্রাসী নয় জঙ্গী !

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “বেচে থাকার মন্ত্র

Comments are closed.