দুটি রাজনৈতিক কবিতা

বর্ডারে সুরঙ্গ খুড়ে রাখো

এখানে লেগে আছে রক্ত স্টেনগান হতে ছিটে আসা বুলেটের থোক

যারা জালিম; যারা দাজ্জাল; যারা জাহেল ; তাদের প্রতি আল্লার গজব নাজিল হোক!

আমি মরে যাওয়া লাশেদের কথা বলি

আমি পঁচে যাওয়া গলা লাশেদের কথা বলি

খুব সহজেই যাদের বুক ছেদ্র করেছিলো গুলি

আমি সেই সমস্ত অহেতুক মরে যাওয়া লাশেদের কথা বলি।

যারা জালেম; যারা খুনি ; তাদের উপর কনকর নিক্ষেপিত হোক

কুকুরের মতো মৃত্যু হোক; মৃত্যুকালে ওঁরা গুম হোক

এখানে লেগে আছে রক্ত স্টেনগান হতে ছিটে আসা বুলেটের থোক!

যারা মুখ থামাতে গুলি করে; তাঁরা মায়ের দুধ খায়নি

যারা মিছিল থামাতে রাবার বুলেট ছুড়ে; তাঁরা মায়ের উদরে জন্মায়নি।

বুলেটে থামাতে চাও?

এত সোজা?

ভেবেছ খু্ব সহজে থামিয়ে দেয়া যাবে?

দশ পৃষ্ঠার একটি পত্রিকা কয়টি লাশের খবর ছাপতে পারবে?

জাতীয় পত্রিকাওয়ালারা বুর্জোয়া মাদারচোদ!

এরা সাম্রাজ্যবাদীদের বাপ বানিয়ে ঘুরে বেড়ায় বাপেদের পকেটে পকেটে।

ওদের মৃত্যু হোক হ্যাঁ ওদের লাশ গুম হোক

এখানে লেগে আছে রক্ত স্টেনগান হতে ছিটে আসা বুলেটের থোক!

যারা জালিম; যারা দাজ্জাল; যারা জাহেল ; তাদের প্রতি আল্লার গজব নাজিল হোক!

যারা গুম হয়েছিলো, এবং যারা বিনাহেতু মরে কচুরিপানার শরীরে পরেছিলো

একদিন যদি কবর হতে জীবিত হয়

রাষ্ট্র সহ ওঁরা গুম করে দেবে জাতীয় সংসদ

এখনো এখানে ওখানে লেগে আছে তাজারক্ত আর স্টেনগান হতে ছিটে আসা বুলেটের থোক!

শহীদ লাশেরা চিবিয়ে খাবে শাসনব্যবস্থা, এমনকি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর গদি।

জেগে ওঠার পর ওরা যদি মৃত্যুর হেতু জানতে চায়

আইন সংবিধান মন্ত্রী এমপিদের গাড়িবাড়ি প্রোপার্টি চিবিয়ে খায়

প্রতিটা মন্ত্রী ঘোৎঘোৎ করা শূয়রের ছানা

পালানোর পথ পাবে না!

লাশেরা জাগার আগে বাঁচার পথ দ্যাখো

বর্ডারে এখনই সুরঙ্গ খুড়ে রাখো।

রাজনীতি তুলে রেখে

রাজনীতি তুলে রেখে বগলে যাও ঘুমুতে যাও।

তিয়াত্তরটি কবিতা, ছিয়াত্তরটি লাশ

বর্নণাতিত মৃত্যুর আবহাওয়া

টিয়ারশোলে মিছিলের স্বাদ

জড়োসড় ইটের খোয়া

এখানে টায়ার পুড়ে ধোয়া

রক্তের দাগ নগ্ন পাঁচিলে

মানুষ অধিকার না পেলে

সম্পদ পুড়িয়ে দিতে পছন্দ করে

যেন শত্রুপক্ষ সেটি ব্যবহার না করতে পারে।

সাইনবোর্ডের সামনে মারামারি

ব্ল্যাক টী-শার্ট ছেলিটির মৃত্যু হয়েছে

প্রেমিকার আহাজারি

এসব যে ভুলে থাকে; খোঁজ নিয়ে জানা যায় ওঁরা বুর্জোয়া

ওদের বিচি একটা নেই

নোমান ঘুমুতে যাবে না

নোমান মিছিলে যাবে।

0.00 avg. rating (0% score) - 0 votes