কবি ও কবিতা

কবি ও কবিতা
-লক্ষ্মণ ভাণ্ডারী
বিশ্বকবি রবীন্দ্রনাথ আর নজরুল বিদ্রোহী কবি,
কুমুদরঞ্জন মল্লিক কবিতায় আঁকেন পল্লীর ছবি।
বিপ্লবী কবি সুকান্ত আর কবি দ্বিজেন্দ্র লাল রায়,
দেশের কথা মানুষের কথা, কথা বলে কবিতায়।

মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর সনেট ছন্দে,
সুকুমার রায়ের হাস্য-কবিতা পাঠ করি আনন্দে।
রজনীকান্ত সেনের কবিতা ছন্দে ছন্দে কথা হয়।
কবি জীবনানন্দ দাশকে সবাই পল্লীর কবি কয়।

সবাই কবি, সবার কবিতায় কবিতারা পায় প্রাণ,
কবি ও কবিতা সবার প্রিয় গাই তাদের জয়গান।
বিরহী কবিরা বিষাদের সুরে কবিতায় কথা বলে,
কবির কবিতা সবার কথা বলে সবার সাথে চলে।

সবার কবিতা পাঠ করি যবে মনে হয় কবি হই,
আসে না ছন্দ লিখি কবিতা নীরব হয়ে শুধু রই।

0.00 avg. rating (0% score) - 0 votes