এমন দেশকি চেয়ছি আমরা
এমন আজব দেশ ,
নিজের দেশের টাকা চুরি করে
পাচার করে বিদেশ ।
যে দেশের ব্যাংক গুলোতে
চলছে হরির লুট ,
দেখেও আমরা দেখিনা ও সব
কে হবে দল ছুট ।
নিজের আখের গুছাতে আমরা
সদা থাকি ব্যস্ত ,
দেশের রিজার্ভ ফান্ডকে আমরা
রাখি নাই আস্ত ।
কানে কানে বলছি শোনো সবে
এ কথা সবার জানা ,
কাল টাকার ছড়াছড়ি তা আবার
উচ্চস্বরে বলতে মানা ।
ছি ছি হাত ধরোনা পা ধরোনা
করোনা হাতজোড় ,
মিথ্যে আশায় কেন জীবনটাকে
করছো তোরফোড় ।
তোমার মত আরও কতজন
দেখ পথে পথে ঘুরছে ,
সঠিক পথে চলতে চেয়ে ওরা
শুধু অকাতরে মরছে ।
কবিতা টি পড়ে ভালো লাগল