বেলাশেষে

বেলাশেষে
-লক্ষ্মণ ভাণ্ডারী

বেলাশেষে মাঝিভাই শেষ খেয়া বায়,
সোনালী কিরণ ঝরে নদী কিনারায়।
লুকায় অরুণ রবি অজয়ের চরে,
নাওখানি বেঁধে কূলে মাঝি যায় ঘরে।

পাখিরা বাসায় ফেরে দিবসের শেষে।
সাঁঝের সানাই বাজে আসে সুর ভেসে।
দূরে গ্রামে জ্বলে দীপ নামলো আঁধার,
ছোট ছোট তারা ফোটে আকাশ মাঝার।

ওঠে চাঁদ মুছে যায় অন্ধকার কালো,
চারিধারে পড়ে ঝরে জোছনার আলো।
দূরে কোথা বনপথে কাঁদছে শেয়াল,
জোছনার রাত যেন স্বপ্ন মায়াজাল।

বইছে অজয় নদী সারা রাত ধরে,
রাত কাটে ভোর হয় অজয়ের চরে।

0.00 avg. rating (0% score) - 0 votes