জীবন রথ

মরণ যখন আসবে তোমার দ্বারে
কেমন করে রুখবে তুমি তারে ,
যেতে যতে একদিন শেষ হয় পথ
ফুরায় যদি আয়ু থামে জীবন রথ ।
যাই যাই করি ইচ্ছে হয়না যেতে
সাধ জাগে আর কটা দিন থাকতে ,
কত প্রেম স্নেহ মায়া কত ভালবাসা
সব মায়া মরিচিকা সব মিছে আশা ।
বিপদে আজ কেউ পাশে থকেনা
দুঃখ ব্যথায় কেউ কাছে ডাকেনা ,
মনে থাকে কত আশা কত কামনা
জীবনে অধরা রয়ে যায় কত বাসনা ।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “জীবন রথ

Comments are closed.