ছড়িয়ে পড়ে ভোরের আলো

ছড়িয়ে পড়ে ভোরের আলো
-লক্ষ্মণ ভাণ্ডারী

ছড়িয়ে পড়ে ভোরের আলো
সূর্যি ওঠার আগে,
নানা রঙের ফুলের কুঁড়ি
ফোটে ফুলের বাগে।

ওঠে অরুণ পূব আকাশে
চাঁপা ডাঙার মাঠে,
দিঘির জলে রাজ হাঁসেরা
দেখি সাঁতার কাটে।

রাঙা পথের দুই ধারেতে
তাল খেজুর গাছ,
পথের বাঁকে তরুর শাখে
ফিঙে পাখির নাচ।

সবুজ মাঠে চরায় গরু
রাখাল ছেলে ভাই,
মধুর সুরে বাজায় বাঁশি
তুলনা তার নাই।

নদীর পারে বনের ধারে
শেয়াল কাঁটা বনে,
লেজ ঝুলিয়ে হনুমানটি
চলে আপন মনে।

দুপুর হলে ঘুঘুরা ডাকে
অজয় নদী কূলে,
নদীর জলে তরণী ভাসে
সবুজ পাল তুলে।

পথের বাঁকে কলসী কাঁখে
দাঁড়িয়ে থাকে মেয়ে,
লয়ে দোতারা ভক্ত বাউল
চলেছে গান গেয়ে।

দিবস শেষে আঁধার নামে
আকাশে তারা ফুটে,
ধরণী পরে জোছনা ঝরে
চাঁদ আকাশে উঠে।

0.00 avg. rating (0% score) - 0 votes