আজ মহান বিজয় দিবস ।।। শফিক তপন
ঐ বিদেশীরা বাংলাকে দখল করতে আক্রমণ করে,
বঙ্গবন্ধুর ডাকে তাই বীর বাঙালীরা ঝাঁপিয়ে পড়ে ।
নয় মাস শত্রুদের বিরুদ্ধে এইদেশে তুমুল যুদ্ধ হয়,
জয় বাংলা শ্লোগানে রচিত হয় এই বাংলার বিজয় ।
সোনার এ বাংলাকে শত্রুরা নিতে চেয়েছিল কেড়ে,
মুক্তি বাহিনীরা তাদের বিরুদ্ধে জেগে উঠে তেড়ে ।
দেশকে রক্ষা করার জন্য তাই বেঁধেছিল মুক্তি যুদ্ধ,
মাতৃভূমির টানে দেশ বাঁচাতে মানুষ হয়েছিল প্রলুব্ধ ।
মুক্তিযোদ্ধা সহ বীরঙণাদের ঋণের নেইকো শেষ,
তাই তাদের ঋণের ভাতা চালু করেছে বাংলাদেশ ।
সরকার দেন আজীবন সন্মান কোন কৃপনতা নয়,
মুক্তিযাদ্ধা ভাতায় তাদের ঋণ কিছুটা লাঘব হয় ।
আমাদের রয়েছে পবিত্র মহান বিজয়েরই ইতিহাস,
বাংলাদেশ থাকবে যতদিন আসবে ডিসেম্বর মাস ।
গৌরবের ১৬ই ডিসেম্বর প্রতিটিবার আসবে ফিরে,
বিজয় দিবস সকল মানুষের মনে মনে রইবে ঘিরে ।
মহান বিজয় দিবসকে বাংলার মানুষ রেখেছে মনে,
পালন করে রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী সহ জনে জনে ।
১৬ই ডিসেম্বরে এইদিনে শত্রুরা আত্মসমর্পন করে,
বাংলার মাটি আকাশ ও বাতাস আনন্দে উঠে ভরে ।
——————-
রবিবার, সকাল ১১টা
২রা পৌষ ১৪২৫ বাং
১৬ই ডিসেম্বর, ২০১৮ইং