লহ নাম অবিরাম (যাজন সংগীত)

লহ নাম অবিরাম (যাজন সংগীত)
লক্ষ্মণ ভাণ্ডারী

কলিতে শ্রী অনুকূল আসিলেন ভবে,
রাধানাম জপ করিলে শঙ্কা দূর হবে।

লহ নাম অবিরাম
গাও মধুর সুরে,
জপ নাম অবিরাম
পাপ যাবে দূরে।

সত্দীক্ষা এখুনিই নাও এবার সবে,
দীক্ষা নিলে তবে জীবন ধন্য হবে।

……………… শঙ্কা দূর হবে।
কলিতে শ্রী অনুকূল আসিলেন ভবে,
রাধানাম জপ করিলে শঙ্কা দূর হবে।

দুদিন তরে ভবে আসা
আসা যাওয়া সার,
রাধানামের ভাসাও তরী
নাম জপ অনিবার।

সময় বয়ে যায় দীক্ষা নেবে কবে?
দীক্ষা নিলে তব জীবন ধন্য হবে।

……………… শঙ্কা দূর হবে।
কলিতে শ্রী অনুকূল আসিলেন ভবে,
রাধানাম জপ করিলে শঙ্কা দূর হবে।

জীবনের প্রতিকূলে
অচিরে পাবে তুমি কূল,
সত্গুরু তিনি সেই
শ্রীশ্রী ঠাকুর অনুকূল।

রাধানামের তরী তব যদি যায় ডুবে,
চন্দ্র সূর্য গ্রহ তারা সবই যাবে উবে।

……………… শঙ্কা দূর হবে।
কলিতে শ্রী অনুকূল আসিলেন ভবে,
রাধানাম জপ করিলে শঙ্কা দূর হবে।

ইষ্টভৃতি কর প্রত্যুষে
সদা ইষ্ঠভৃতি কর,
মানুষ আপন টাকা পর
তাই মানুষকে ধর।

মানুষের করলে সেবা মহাসুখী হবে।
সকলেই যাবে চলে কেহ নাহি রবে।

……………… শঙ্কা দূর হবে।
কলিতে শ্রী অনুকূল আসিলেন ভবে,
রাধানাম জপ করিলে শঙ্কা দূর হবে।

0.00 avg. rating (0% score) - 0 votes