দেখি সেদিন ঘুমের ঘোরে
লক্ষ্মণ ভাণ্ডারী
দেখি সেদিন ঘুমের ঘোরে
বৃষ্টি নেমেছে খুবই জোরে
কালো মেঘে আকাশ গেছে ছেয়ে।
পুকুর পাড়ে বেড়ার ধারে
বটগাছের ঝোপের আড়ে
আদুল গায়ে আসছে কারা ধেয়ে।
লোকগুলো বেজায় কালো
হাতে তাদের লণ্ঠণ আলো
হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল।
বাদল কখন গেছে থেমে
কোথা থেকে এলো নেমে
একটি ছোট চীনামাটির পুতুল।
মাথায় লাল ফিতা বেঁধে
পথ চলেছে কেঁদে কেঁদে
হুতুম পেঁচা চলছে সাথে সাথে,
কুকুরগুলো আসছে তেড়ে
হুতুম পেঁচা হাওয়ায় উড়ে
উঠলো সোজা বাড়ির উঁচু ছাতে।
এমন সময় একটা শিয়াল
পরনে তার ধূতি ও শাল
গান ধরেছে হারমোনিয়াম নিয়ে।
একটি লোক সেই সময়ে
মাথায় ধানের বোঝা লয়ে
দৌড়ে চলে সেই গলিপথ দিয়ে।
এমন সময় মায়ের ডাকে
খুলে ফেলি জানালাটাকে
রোদ হেসেছে বাড়ির আঙিনায়।
তড়িঘড়ি তাই উঠে পড়ি
চেয়ে দেখি দেয়াল ঘড়ি
আটটা বাজে সময় বয়ে যায়।