সেদিন দেখি সাঁঝের বেলা
লক্ষ্মণ ভাণ্ডারী
সেদিন দেখি সাঁঝের বেলা
নীল আকাশে তারার মেলা
চাঁদ উঠেছে বাঁশবাগানের ফাঁকে।
চাঁদের জোছনা পড়ে ঝরে
অজয় নদীর বালির চরে
শেয়াল কাঁদে অজয় নদীর বাঁকে।
আঙিনামাঝে তুলসীতলায়,
গাঁয়ের বধূ প্রদীপ জ্বালায়,
শঙ্খ বাজায়, ধূপের গন্ধ ভাসে।
সাঁঝের সানাই বাজে দূরে
মনমাতানো মধুর সুরে
অজয়নদী আমার গাঁয়ের পাশে।
দিঘির কাছে পথের পরে
কুকুরগুলো ঝগড়া করে
ঘুমিয়ে গেছে সারা কিষাণপাড়া।
ফুটফুটে ঐ জোছনা রাতে
তারারা খুশি চাঁদের সাথে
চলছে বয়ে অজয় নদীর ধারা।