বিবর্ণ সকাল
লক্ষ্মণ ভাণ্ডারী
শীতের কুয়াশা ভরা বিবর্ণ সকাল,
ঘন কুয়াশায় আজি ঢাকিল আকাশ।
নদী ঘাট দিঘি জল আর বিল খাল
হতে উঠে বাষ্পসম শীতল বাতাস।
শীতের সকালে রবি নাহি দেখা যায়,
তরুশাখে পাখিসব কাঁপিছে সমীরে।
কাকগুলি পাঁচিলেতে ডানা ঝাপটায়,
উত্তরে হাওয়া বয় অজয়ের তীরে।
দিঘিজলে হাঁসগুলি কাটিছে সাঁতার,
ওপাড়ের গাছগুলি শোভে ছায়াময়।
মাঠ ঘাট জন শূন্য হেরি চারিধার,
অজয়ের নদীঘাট ছবি মনে হয়।
শাল পিয়ালের বনে মুরগীরা ডাকে,
কুয়াশার চাদরেতে রবি মুখ ঢাকে।