মানব রূপে দানব
লক্ষ্মণ ভাণ্ডারী
ভ্রূণহত্যায় উন্মত্ত আজকের ধরা,
আঁধারে জন্ম নেয় অবাঞ্ছিত শিশু।
কোলে নাও তুলে, নিষ্পাপ ওরা,
হতে তো পারে মানবরূপে যীশু।
কিংবা হতে পারে মাদার টেরেসা,
দাও তাদের বাঁচার পূর্ণ অধিকার।
ভ্রূণহত্যা পাপ, সে তো জিঘাংসা,
মানব দানব সেজে করে দুরাচার।
লিঙ্গ ভ্রূণনির্ণায়ক কে আনিল ধরায়,
অবাধে হতেছে নাশ কন্যা-ভ্রূণ যত।
এ জগতে ভ্রূণ-হত্যা নহেক অন্যায়।
দিকেদিকে ভ্রূণ-হত্যা চলে অবিরত।
থেমে গেছে ধরণীতে অগ্রগতির রথ,
স্তব্ধ হলো তাই বুঝি জাতীয় প্রগতি।
কেন রক্তে রঞ্জিত ধরিত্রীর রাজপথ,
দস্যুরূপে চালায় কারা ব্যভিচার অতি।
পাখিদের কাকলিতে কান্না আসে নেমে,
অজয়ের কলতানে ভাসে বিরহের সুর।
কন্যা-হারা জননীর কান্না যাক থেমে,
বাসযোগ্য হোক ধরা অনাগত শিশুর।