সমস্ত দিন শেষে সন্ধ্যা নামে আকাশের তলে।কিছু মুখ আর মুখোছ ফির করে দাঁড়ায় সম্মুখে।আয়নায় দারেলে চেনা যায় আসল মানুষ রে।বেলা শেষে হবে দেখা।কে বলিবে সেদিন আমি বড়।সকলেই হবে এক নাম মানুষ। লেখা জমা দিয়েছেন ৮ ডিসেম্বর, ২০১৮ লিখেছেন ফাইজা Post Views: ৭৩ 0.00 avg. rating (0% score) - 0 votes