অবিচারের আদালতে
লক্ষ্মণ ভাণ্ডারী
কেন হে বিধাতা পাষান তুমি
বারে বারে ব্যথা দাও?
হাসির হাটে কান্নারে কিনে
মুখের হাসি কেড়ে নাও।
কেন হে বিধাতা নিঠুর তুমি
যন্ত্রণা দাও অবিরল?
সইতে পারি না ক্ষুধার যাতনা
চোখ বেয়ে আসে জল।
গাছতলা যাদের আবাস ঠিকানা
পায় না ক্ষুধার অন্ন,
গরীবের রুটি যারা কেড়ে খায়
সুখ তাদেরই জন্য।
ক্ষুধার অন্ন পায় নাকো যারা
দিন কাটে অনাহারে,
যারা করে চুরি খেতের শস্য
করিয়াছ ক্ষমা তারে।
অবিচারের আদালতে যারা
পায় নাকো সুবিচার,
কেন হে বিধাতা কর না তুমি
অবিচারের প্রতিকার।