নিশি পোহাইল প্রভাত হইল

নিশি পোহাইল প্রভাত হইল
লক্ষ্মণ ভাণ্ডারী

নিশি পোহাইল প্রভাত হইল
ফুটিল কুসুম কলি,
কুসুম কাননে মধু আহরণে
জুটে হেথা যত অলি।

তরুর শাখায় বিহগেরা গায়
প্রভাতে অরুণ উঠে,
বায়সেরা ডাকে বসি তরুশাখে
জুঁইশাখে ফুল ফুটে।

তাল ও সুপারি খেজুরের সারি
কাঞ্চন তলার মাঠ,
আমাদের গাঁয়ে রাঙাপথ বাঁয়ে
অজয় নদীর ঘাট।

অজয়ের জলে সাদা পাল তুলে
মাঝি নাওখানি বায়,
দূরের আকাশে সাদামেঘ ভাসে
শঙ্খচিল উড়ে যায়।

সাঁঝের আকাশে চাঁদতারা হাসে
ফুটফুটে জোছনায়,
অজয়ের জলে জোছনারা খেলে
অজয় বহিয়া যায়।

0.00 avg. rating (0% score) - 0 votes