সেদিন দেখি অজয় নদীর ঘাটে
লক্ষ্মণ ভাণ্ডারী
সেদিন দেখি অজয় নদীর ঘাটে
বকের সারি বসে বালির চরে।
চাষীরা ধান কাটে মাঠে মাঠে,
গোরু বাছুর চরে ডাঙার পরে।
সকাল হলে যাত্রীরা সব আসে,
নদীপার হয় লয়ে মাথায় বোঝা।
শাল পিয়ালের বন নদীর পাশে
বনের ধারে পথ চলেছে সোজা।
রাঙামাটির পথ ধরে গাঁয়ের বধূ,
জল নিতে আসে কলসী কাঁখে।
ছেলেরা আসে চান করতে শুধু,
ঘাটেতে বসে তেল সাবান মাখে।
বিকেল হলেই পড়ে আসে বেলা,
নদীর জলে সোনালি কিরণ ঝরে।
বসুপাড়ার মাঠে কানামাছি খেলা,
চাষীরা সবাই ফেরে আপন ঘরে।
সন্ধ্যা হলেই ঘাটে নামে আঁধার,
পাখিসব বাসায় কোলাহল করে।
আঁধার নামে এ গাঁয়ের চারিধার,
চাঁদ উঠলেই জোছনা পড়ে ঝরে।