পূব আকাশে প্রভাত হলে

পূব আকাশে প্রভাত হলে
লক্ষ্মণ ভাণ্ডারী

পূব আকাশে প্রভাত হলে
সোনার অরুণ উঠে,
ফুলের বনে পাপড়ি মেলে
ফুলকলি সব ফুটে।

শিশির ঝরে ধানের শীষে
আজকে সকালবেলা,
রোদ হেসেছে নদীর চরে
শালিক পাখির মেলা।

অজয় নদী আপন বেগে
ধাবিছে সাগর পানে,
দুধারে হেরি সোনালী খেত
শোভিছে সোনার ধানে।

অজয় নদী ঘাটের কাছে
বক বসে সারি সারি,
কলসী কাঁখে বধূরা আসে
পরনে হলুদ শাড়ি।

দুপুর হলে নদীর জলে
সকলেই স্নান করে,
চপ্পল পায়ে কেউবা আসে
লুঙি ও গামছা পরে।

জেলেরা দেখি মাছ ধরিছে
জাল ফেলে নদীজলে,
সাদা বকেরা পাখনা মেলে
আশমানে উড়ে চলে।

পড়িল বেলা সোনালী সূর্য
পশ্চিমে পড়িছে ঢলে,
দিবস শেষে পাখিরা নীড়ে
মেতে ওঠে কোলাহলে।

নদীর চরে আঁধার নামে
সানাই বাজিছে সুরে,
নির্জন ঘাটে রাত্রি নামিল
শৃগাল কাঁদিছে দূরে।

0.00 avg. rating (0% score) - 0 votes