মজার দেশ

কোন দেশেত আছে এমন রাজা,
ভালোবাসলে দেবেন তিনি সাজা ।
সে রাজার দেশে সোজা পথে
কেউ চলেনা ,
রাজার কাছেও সত্য কথা
কেউ বলেনা ।
নীতির কথা বললে সবাই হাসে,
দুর্নীতিকে সবাই ভালোবাসে ।

 

0.00 avg. rating (0% score) - 0 votes