অজয় নদী ঘাটে

অজয় নদী ঘাটে
লক্ষ্মণ ভাণ্ডারী

পূব আকাশে অরুণ হাসে
অজয় নদী ঘাটে,
রাঙা মাটির সরান দিয়ে
চাষীরা চলে মাঠে।

কাজলা দিঘি পাড়েতে তার
আছে নিমের গাছ।
দিঘির কালো শীতল জলে
জেলেরা ধরে মাছ।

কলসী কাঁখে বধূরা আসে
নদীতে নিতে জল,
নদীর তটে প্রাচীন বটে
পাখির কোলাহল।

অজয় নদী ঘাটের কাছে
ওড়ে শালিক ঝাঁক,
দূর গগনে শুনি শ্রবণে
শঙ্খচিলের ডাক।

পশ্চিম ধারে নদী কিনারে
তপন বসে পাটে,
সোনালী আলো ছড়িয়ে পড়ে
অজয় নদী ঘাটে।

0.00 avg. rating (0% score) - 0 votes