ভ্রমর তুমি গুন গুনিয়ে ,
দাও সবার মন ভরিয়ে ;
ফুলের সুবাস কেড়ে নিয়ে
মধু লুটে যাও হারিয়ে ।
থাক ভ্রমর আর বলোনা ,
মিথ্যে কথার জাল বুনোনা ;
তোমায় হাড়ে হাড়ে চিনি ,
তুমি ফাকি দেবে জানি ।
ফুলে ফুলে ঘুরে বেড়াও ,
হুল ফুটিয়ে কষ্ট কেন দাও ?
ভ্রমর তুমি যে দুষ্টু ভারী !
কেমনে যাও আমায় ছাড়ি ?
তবু আমি ছাড়ছিনা হাল ,
বিছিয়েছি ভালবাসার জাল ;
ধরা তোমায় পড়তে হবে ,
শাস্তি তুমি ঠিকই পাবে ।
২৬৴১১৴২০১৮
১২ই অগ্রহায়ণ ১৪২৫