অজয় নদীর মাঝি

অজয় নদীর মাঝি
লক্ষ্মণ ভাণ্ডারী

ওরে ও ….. অজয় নদীর মাঝি রে……..
ও মাঝি ভাই……..

পাল তুলে দে ওরে মাঝি
ওরে ও মাঝি ভাই,
যাবো আমি ওপারেতে
সময় বয়ে যায়।

অজয় নদীর বালিচরে সোনা ঝরা রোদ হাসে
শঙ্খচিলে ডাক দিয়ে যায় নীল আকাশে ভাসে

নদীর জলে ভাসিয়ে তরী
মাঝি আপন মনে গায়।

ওরে ও ….. অজয় নদীর মাঝি রে……..
ও মাঝি ভাই……..

পাল তুলে দে ওরে মাঝি
ওরে ও মাঝি ভাই,
যাবো আমি ওপারেতে
সময় বয়ে যায়।

দিনের শেষে বেলা পড়ে অজয় নদীর ঘাটে,
সোনার আলোয় ভাসে নদী সূর্য বসে পাটে।

নদীর কূলে নাইরে কেহ
মাঝি আপন ঘরে যায়।

ওরে ও ….. অজয় নদীর মাঝি রে……..
ও মাঝি ভাই……..

পাল তুলে দে ওরে মাঝি
ওরে ও মাঝি ভাই,
যাবো আমি ওপারেতে
সময় বয়ে যায়।

জীবন মাঝে ঢেউএর খেলা জীবন নদে ভাসে তরী,
ভাসিয়ে তরী নদীর জলে পার করে ভবের কাণ্ডারী।

অজয় নদীর কবি লক্ষ্মণ ভাণ্ডারী
লিখে তার গানের কবিতায়।

ওরে ও ….. অজয় নদীর মাঝি রে……..
ও মাঝি ভাই……..

পাল তুলে দে ওরে মাঝি
ওরে ও মাঝি ভাই,
যাবো আমি ওপারেতে
সময় বয়ে যায়।

ওরে ও ….. অজয় নদীর মাঝি রে……..
ও মাঝি ভাই……..

0.00 avg. rating (0% score) - 0 votes