বাংলাদেশ

আমি ছিলাম মুক্ত পাখির বিস্তৃত দুই ডানায়,
আমি ছিলাম পথের ধারের রঙিন কৃষ্ণচূড়ায় |
আমি ছিলাম দেশি বণিকের স্বপ্নের সূচনায়,
ছিলাম দরিদ্র চাষির ছোট্ট সে আঙিনায় |
আমি ছিলাম রফিক শফিকের তীব্র উন্মাদনায়,
সালাম, বরকত, জোব্বারের রক্ত হোলি খেলায় |
আমি ছিলাম মিশে বায়ান্ন সালের ভাষা আন্দোলনে,
ষেষট্টির ছয় দফা আর ঊনসত্তরের গণ অভ্যুত্থানে |
আমি ছিলাম সাড়ে সাত কোটি মানুষের স্বাধিকার চেতনায়
আমি ছিলাম বজ্রকণ্ঠী শেখমুজিবের মুক্তির ঘোষণায় |
আমি ছিলাম অসহায় বাঙালির দগ্ধ-ভগ্ন-জীর্ণ বাসভূমে,
গ্রেনেড বোমায় ক্ষত বিক্ষত বাংলার ধূসর আকাশ চুমে |
আমি ছিলাম হাহাকারে ভরা বদ্ধভূমি আর গণকবরের পাশে
আমি ছিলাম নদী-নালা ভরা পচা গলা সব লাশে |
আমি ছিলাম ৩০ লক্ষ্য শহীদের তাজা তাজা প্রাণে
ছিলাম দুই লাখ বীরঙনার হারিয়ে যাওয়া মানে |
সেই ভয়াল কালো ছায়া দূর হয়েছে
পেয়েছি খুজে নতুন পথের দিশে |
আজ আমি আছি লাল-সবুজের উড়ন্ত পতাকায় মিশে,
রক্তিম সূর্য আর সোনালী ধানের শীষে |
আমি আছি আকা-বাকা মেঠো পথের নরম মিহি ধূলায়
আমি আছি ঘাসের চাদরে রূপালী শিশির কণায় |
আমি সুন্দর, আমি চিরসবুজ, আমি অপরূপ,
ছুঁয়ে দেখ, আমার মাঝেই পাবে অপার স্বর্গসুখ |
আমি শহুরে মাসি, আমি পল্লীজননী, আমি নির্বিশেষ,
আমি ছাপ্পান্ন হাজার বর্গমাইল আমিই বাংলাদেশ |

0.00 avg. rating (0% score) - 0 votes