পূজো পূজো আমেজ নিয়ে
শরত্ এসেছে,
কাশ ফুলের পরাগ মেঘে
বাতাস মেতেছে।
এলো এলো পূজো এলো ভাই
……………………..আয় রে ভাই
………….আয়রে সবাই।
মা দূর্গা আসছেন ধরায়
একটি বছর পরে,
লক্ষ্মী, সরস্বতী, কার্তিক,
গণেশ সঙ্গে করে।
আয়রে সবাই মায়ের তরে বরণডালা সাজাই।
এলো এলো পূজো এলো ভাই
……………………..আয় রে ভাই
………….আয়রে সবাই।
পূজো পূজো আমেজ নিয়ে
শরত্ এসেছে,
কাশ ফুলের পরাগ মেঘে
বাতাস মেতেছে।
এলো এলো পূজো এলো ভাই
……………………..আয় রে ভাই
………….আয়রে সবাই।
সোনালি রোদ এঁকে বেঁকে
আঙিনাতে ঝরে,
দু’হাত তুলে নাচছে খুকু
নতুন ফ্রক পরে।
এবার পূজোয় মেলায় তার
রঙিন চুড়ি চাই।
এলো এলো পূজো এলো ভাই
……………………..আয় রে ভাই
………….আয়রে সবাই।
পূজো পূজো আমেজ নিয়ে
শরত্ এসেছে,
কাশ ফুলের পরাগ মেঘে
বাতাস মেতেছে।
এলো এলো পূজো এলো ভাই
……………………..আয় রে ভাই
………….আয়রে সবাই।
বকুল টগর শিউলি ফুলে
বাগান ভরেছে,
শারদ আকাশে সাদামেঘ
পাল তুলেছে।
মাধবী মালতী, টগর যুঁথী
ফুটেছে আঙিনায়।
এলো এলো পূজো এলো ভাই
……………………..আয় রে ভাই
………….আয়রে সবাই।
পূজো পূজো আমেজ নিয়ে
শরত্ এসেছে,
কাশ ফুলের পরাগ মেঘে
বাতাস মেতেছে।
এলো এলো পূজো এলো ভাই
……………………..আয় রে ভাই
………….আয়রে সবাই।