অন্তহীন শান্তির নীড়

মানুষের মত স্বাধীন প্রাণী
থাকবে কেন পরাধীন ,
সৃষ্টির সেরা মানুষ কেন
থাকবে হয়ে দিনহীন ।

কোথা সে মানুষ সত্যসন্ধানী
ক্ষমতার দম্ভ বিহীন ,
যারা গড়বে এ বসুন্ধরাকে
শান্তির নীড় অন্তহীন ।

0.00 avg. rating (0% score) - 0 votes