তেইরা কাঁটা

ছিলাম আমি লজ্জাবতী নাম দিলে মোর তেইরা কাঁটা,
না হয় আমি লাজুক ফুলে নুয়ে পড়া কুমড়ো ডাটা।
তুমি জ্ঞানী, ধর্ম দুষ্ট, মনে আঁধার চোখে কেতর,
আমি লাজে চুপ থাকি তাই ক্ষোভ যেন সব মনের ভেতর।
মূর্খ, তুমিও বাবা ছিলে ! তবুও দ্বেষ ! তবুও পাপ !
ফুটফুটে এ পুত্র কন্যা, দেখেও হয়না অনুতাপ !
ধূর্ত তুমি, ছলা কলায় মিটিয়ে নিলে বিকৃত স্বাদ,
সত্য ঢাকতে দুষ্টচক্রে বাড়িয়ে নিলে কলহ বিবাদ।
তোমার যত মনি-মুক্তা,পুত্র-কন্যা বিত্ত বল,
বিনাশ হবে জায়া-নিলয় গড়িয়ে পড়ে নয়ন জ্বল।
0.00 avg. rating (0% score) - 0 votes