বদলে যাই

চলো আজকে বদলে নেই
নিজকে দেবো বদলে,
যেখানেই থাকি হঠাত করে
সুধরে দেবোই অদলে!!

যদিও এটা সহজ নয়
সস্তিই অতি নাগাল,

চাইলে কেহো পারেনা তা
ইচ্ছে সুতো জাগাল।

যদিও এটা সহজ নয়
সস্তিই ফেরার নাগালে,
কেউ পিছিয়ে যাবেনা তবে
সামনে দিকে আগালে।

চাইলে পারি কঠিন নয়
সব মিলিয়ে সহজে,
তাড়াহুড়োয় হবেনা তাই
গলাগলির গরজে।

নিজের করা হঠাত করেই
নেইকো পারা মিলিয়ে,
চাইলে নিজ দেখিয়ে দেবো
সবার মাঝ বিলিয়ে।

চলো আজকে সুধরে ফেলি
হাজার ভুল গুলিকে,
খোঁপা চুলের মাথায় গাঁথা
ছিটিয়ে থাকা গুলিকে।

চলো আজকে সাজিয়ে নেই
এলোমেলোর সংসারে,
অলসতার জড়া কাটিয়ে
দেহোর মনো ছাড়িয়ে।

চলো দুজন এক হয়েছি
আবার হয়ে তারাই,
একাকি ভুলে সবার মনে
একটু তাক লাগাই।

0.00 avg. rating (0% score) - 0 votes