আমার পথে দিওগো আলো
আমি যেনো চলতে পারি প্রভু,
সদা সত্য সহজ পথকে
আমি যেমন তাঁরই বুঝতে পারি।।
আমার পথে দিওগো তুমি
আমার পথে কিছু আলো দিও,
তুমি প্রভু সরল পথটি তুমি
আমায় তব চিনিয়ে দিও।
দুচোখ ভরে দেখার আলো
দিওগো তুমি ভালো মন্দ বুঝি
হিংসা নিন্দা কু প্রবৃদ্ধি
থেকে রেহাই করো তব আজই।
আমার পথে আলো দিওগো
আমরা কিছু তুমি পথ দেখিও।
পরো হিংসা স্পর্শকা থেকে
তুমি মোরই রক্ষা দিও।
আমার পথে সাড়া দিওগো
আমার পথে তুমি যেনো দিও,
বিপদ আপদ মুসিবত পার
ইশারায় আচান দিও।
আমি যখন পথটি ভুলি
আমায় পথটি ফিরিয়ে গো দিও,
ইহকালে পরোকালে
তুমি আমার ভাগ্য দরজা
আমার তুমি তাঁরই খুলে দিও।