আকাশজুড়ে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা
সারাটা দিন নেচে নেচে করে কেবল খেলা।
বছরজুড়ে কলরবে মৌন মিছিল চলে,
প্রকৃতির ঐ বিশাল ডালি সাজায় সুভ্র ফুলে।
হঠাৎ আসে আষাঢ়;
মেঘগুলো হয় অসাড়,
ছায়ার রঙে প্রস্তুতি নেয়
ধরায় নেমে আসার ।
মন গগনও হয়েছে কালো নাই তো আলোর রেশ ,
হয়তো সেথাও আষাঢ় এলো বৃষ্টি হবে বেশ।