প্রেমের বাসনা

অনন্ত-যৌবনা ওগো তুমি আমার মানসী প্রিয়া,
কোথায় লুকালে বন্ধু তুমি আমার হদয় কারিয়া ;
ভেবেছিলাম তোমায় নিয়ে বাঁধবো ছোট্ট নীড়,
সংঘাত থাকবে না সেথা থাকবে প্রেম সুনীবিড় ।

এসো প্রিয়া কাছে এসো ভালবাসবো তোমায়
মনের দুয়ারে শুধু তোমারই ছবি ভেসে বেড়ায়
কতকাল আর থাকবো বলো তোমার অপেক্ষায়
দ্বিধা দ্বন্ধ ভূলে প্রিয়া আপন করে নাও আমায় ।

মান অভিমান আর চাওয়া পাওয়ার দ্বন্ধে পড়ে,
হারাতে চাইনা তোমায় পেতে চাই আপন করে ;
কথায় কথায় ভূল বুঝে আর অভিমান করোনা ,
দূরে কিংবা কাছে থাক আমায় ছেড়ে যেওনা ।

 

১৪ই কার্তিক ১৪২৫

29/10/2018

 

0.00 avg. rating (0% score) - 0 votes