ছোট ছোট খুশির মুহূর্তগুলো যদি বেধেঁ রাখা যেত
স্বর্ণালী কোনো ফ্রেমে
অথবা বিশাল দেয়ালিকায়!
যদি মুখের হাসিটা চিরস্থায়ী কোনো পোস্টার হতো
বয়ে যেত অবিরাম
সুনিপুণ ঝর্ণাধারায়!
তবে সেই হাসির ঝর্ণা,স্বর্ণালী ফ্রেম আর সেই মস্ত দেয়ালিকা
সাথী হতো কোনো
অলস দুপুরবেলায়।
হয়তো ঠোঁটের কোণায় এক চিলতে অস্ফুট হাসি দেখা দিত
সবার অলক্ষে
হৃদয়ের ছোট্ট চিলেকোঠায়।