পুরুষ-নারী

পুরুষ কেন এত বোকা বোঝেনা নারীর ছলনা ,
কত রঙ্গ জানে ওরা কত করে যাদু-টোনা ;
চোখে তার প্রেমের ডাক অঙ্গে থাকে কামনা ,
কথা আর সুরের মূর্ছনাতে হারায় পুরুষ চেতনা ।
ভালবাসতে জানে নারী তবু আঘাত দেয় বেশী ,
পুরুষেরা কষ্ট পেলে দুঃখ ভূলে নারীরা হয় খুশী ;
ঈর্ষা নারীর স্বভাবজাত ভোগ বিলাসের ভক্ত ,
চাওয়া পাওয়ায় মিল না হলে মনটা করে শক্ত ।
শত চেষ্টা করেও তখন মান ভাঙানো যায়না ,
রাগ করে সে কান্না করে শান্তি খুজে পায়না ;
নারীর মাঝে পুরুষ খোজে প্রেমের প্রশান্তি ,
নারী ভাবে পুরুষ দেবে নীড় বাঁধার শান্তি ।
লেন দেনে ব্যস্ত পুরুষ হঠাৎ করে মস্ত ভূল ,
রূপের মোহে পাগল হয়ে হারায় সে সব কুল ;
গায়ের জোরে পুরুষেরা মন পেত চায় নারীর ,
ভোগ্যপণ্য বানিয়ে ভোগ করতে চায় শরীর ।
নারীর বুকে ধিকিধিকি জ্বলে হিংসার আগুন ,
কামুক পুরুষ উসকে আগুন জ্বালায় দ্বিগুন ;
পুরুষ নারী মিলন হবে ভালবাসার শক্তিতে ,
নারী পুরুষ মিলেমিশে শান্তি আনবে জগতে ।

 

৯ই কার্তিক ১৪২৫

24/10/2018

0.00 avg. rating (0% score) - 0 votes