চিরচেনা এ শহর আজ থেকে আর আমার না
এখানে আজ বসত করছে মানুষরূপী হায়েনা ,
যে শহরে অলিগলিতে বসে মাদকের আস্তানা
সে শহরে আমি বেমানান; সে শহর আমার না ৷
মানবতার পিয়াসী আমি;মানবতা খুঁজে ফিরি
এশহরে রোজই দেখি মানবিকতার ছলচাতুরি ,
ফেসবুক;টুইটারে জুড়ে শুধুই কথার ফুলঝুড়ি
অথচ বাস্তবতায় মিলছেনা কোনই কানা কড়ি ৷
আমার শহরে আমি যেনো হয়ে গেছি পরবাসী
নীতিহীনদের রাজনীতি আজ হয়েছে সর্বগ্রাসী ,
মনুষ্যত্বের মুখোশে শুধুই হায়েনাদের অট্টহাসি
তবুও এখানে আজও আমি মানবতার পিয়াসী ৷
মানুষের ভেতরের মানুষ আজ;যেনো প্রায় মৃত
মনুষ্যত্ব আর বিবেকবোধ সবই আজ ভুলুন্ঠিত ,
মুখোশের ভিড়ে মানুষ খুঁজে হয়েছি আমি ক্লান্ত
মাঝেমাঝে মুখোশ দেখেও হয়ে যাই দিকভ্রান্ত ৷
এ শহর আজ যেনো কোন অন্ধকার মৃত্যুপুরী
মানুষ মরছে;মনুষ্যত্ব হারাচ্ছে;নীতি হচ্ছে চুরি ,
প্রবীণালয়ে বৃদ্ধ মাতাপিতা করছে আহাজারী
হতভাগা আমি সে শহরে মানবতা ফেরি করি ৷