মহা নবমী দুর্গাপূজা
লক্ষ্মণ ভাণ্ডারী
মহা নবমীর পূজা বিদিত জগতে,
নবমীর পূজা হয় শাস্ত্রবিধি মতে।
মন্দিরেতে পুরোহিত বসিয়া আসনে,
করিছেন মন্ত্রপাঠ শুদ্ধ ভক্তি মনে।
জ্বলিছে প্রদীপ মালা ধূপদানে ধূপ,
নবমীতে হেরি মা’র অপরূপ রূপ।
ধূপ দানে পুড়ে ধূপ সুগন্ধ ছড়ায়,
ঢাকীরা আনন্দে ঢাক কাঁসর বাজায়।
শঙ্খ ঘণ্টা ধূপ দীপ সুগন্ধি চন্দন,
গব্য ঘৃত মধু দিয়ে পূজয়ে ব্রাহ্মণ।
ছাগদি মহিষ যত হয় বলিদান,
জীবরক্তে দেবীপূজা শাস্ত্রের বিধান।
পশুরক্তে দেবীপূজা না হয় কখন,
বলিহীন কর পূজা কহিল লক্ষ্মণ।