ব্যাকুলতা

আজি এই শারদ প্রভাতে
শিউলি ফুলের মালা হাতে ,
বসে আছি তোমার অপেক্ষায়
চুপিসারে তুমি হারালে কোথায় ?

বসে আছি পথ পানে চেয়ে
মালা যে যায় শুকিয়ে ,
জানিনা তুমি আসবে কিনা
কোথায় আছো তাও জানিনা ।

তুমি কাছে এসেছিলে
কথা দিয়েছিলে ,
বলেছিলে কাছে থাকবে
আমরণ ভালবাসবে ।

প্রিয়া ছাড়া প্রিয়তমের
মূল্য কি জীবনের ?
তুমি বিনা আমার জীবন ,
যেন এক আঁধার ভূবন ।

ও গো আমার বন্ধু প্রিয়া
কোথায় হারালে তোমার হিয়া ?
তুমি রয়েছো কোথায়
বড্ডো জানতে ইচ্ছে হয় ।

0.00 avg. rating (0% score) - 0 votes