তোমায় স্বপনেও মনে পড়ে ।।। শফিক তপন
——————————
তোমার মুখ চেয়ে
আমি দিনরাত বসে থাকি,
রাত নিঘুম থেকে
তোমাকে নিয়ে স্বপ্ন আঁকি ।
দূরে সরে গেলেও
তোমায় ভেবে আনন্দ পাই,
ভাল নাই বাসো
তবুও শুধু তোমাকেই চাই ।
এত ডাকি তোমায়
আমার কাছে তবু আসনা,
এত যে ভালবাসি
আমায় কভু ভাল বাসনা ।
তুমি আসনা কভু
তোমায় স্বপনেও মনে পড়ে,
আমি আসি ফিরে
তোমারই স্মৃতির হাত ধরে ।
———
শুক্রবার, ৪ঠা কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ
১৯শে অগাষ্ট ২০১৮ইং