তোমারই অপেক্ষায় প্রিয়তমা

আমি অনন্তকাল বসে থাকবো
বসে থাকবো তোমার জন্য প্রিয়তমা
চোখে মুখে উদ্বেগ অন্তহীন আতঙ্ক নিয়ে
বসে থাকবো তোমার জন্য ওগো তিলত্তমা ।
তুমি ভাবছো আমি ভাল আছি ! আমি ভাল নেই,
সত্যি বলছি আমি ভাল নেই ওগো প্রিয়তমা ;
তুমি নেই, অন্তরে বয়েচলে শুধু ধূলিঝড়;
বিরহের সে যন্ত্রনার নেই কোন উপমা ।
আমার ভেতরটা অস্থিরতায় ভরা ,
ভীষণ গোলযোগ চলে হৃদয়ে বার বার ;
অনশন করতে চায় আমার সর্ব অঙ্গ ,
তুমি নেই, বিশ্বাস করো ভাল নেই মনটা আমার ।
তোমার কারনে ভালবাসতে শিখেছি ,
তুমি যে প্রাণশক্তি আমার, পরশমণি !
তোমার ছোঁয়ায় মানুষ আমি অন্য মানুষ,
শত কষ্ট দাও তবু তোমারেই আপন মানি ।
তুমি কাছে নেই মনে হয় কিছু নেই আমার,
পথ পানে চেয়ে আছি তাই ওগো অনুপমা ;
আমি অনন্তকাল বসে থাকবো
বসে থাকবো তোমার জন্য প্রিয়তমা ।

0.00 avg. rating (0% score) - 0 votes