সমাজ

সমাজ রাখছে বামকে হাতের বাবত,
আজকে নেবরে অনেক রকম শপথ।

ঘুরছে সমাজ চলছে যেমন যাবত,,
পাল্টে দেবার এবার কঠিন শপথ।

কোথায় রাখেছে কোনসে নেতার বলে,
অশুভ দিনকে ঘুরিয়ে পেরিয়ে চলে।

আধুনিকতার ছোঁয়ার দোহায় দিয়ে,
সমাজ টমাজ আজকে খাইল পিয়ে।

তরুণ তরুণী ঝাঁকের মেলার কাছে,
আমাদের হয় অনেক শিখার আছে।

আমরা জেনেছি থাকে অদম্য সাহস,
বাঁধা বিঘ্নিত জেনেছ খরের-পোষ।

সকলে সকলে তব যদি করি পণ,,
বদল হইতে লাগে যার কত ক্ষণ।

আকাশ জয়ের জয়গান গায় মনে,
ভিতুদের চোখ মুছে ঢেকে আবরণে।

তাদের সকলে পরছে দোয়ার দুরদ,
বলছে সবাই পরান যাইবে ফুরূত।

আজ তরুণীর উঠবে দুখান হাত,
ভেঙে চুরে যার মাটির দুলির সাথ।

তরুণ দলের মনোবল খুব শক্ত,,
নিত্য চেতনা জয়ের নেশায় মত্ত।
তারাকি জানেনি ছলনার কৈফিয়ৎ
পায়না হাটার ভয়ের চলার পথ।

বদলে দেবার গল্প তাদের বলি,
অনুসরণ এগু দুপা করে হেঁটে চলি।

বদলে যাবার সম্ভবনা কে নিবে।
একদিন হয় সমাজ বদলে দিবে,,

আজকে ঢেকেছে ইজ্জত মান হানি,

মিথ্যুকে মধুর দিয়েছে কুশল বানী।

মন্দের সাথে হাতকে মিলিয়ে খায়,
ভালোর সদয় সর্বদা দিছে দায়।

0.00 avg. rating (0% score) - 0 votes