ভীষণ আক্ষেপ

ভুলেই যাই ভাষার জন্য যুদ্ধ করেছে আমার পিতা

যখন দেখি ঐ রাজাকারের গাড়িতে সগৌরবে উড়ে পতাকা ৷

ভীষন কান্না পায় আমার ধর্ষিতা মা বোনের কথা মনে পরলে

ওদের সম্ভ্রম ঢাকা কাপড় আজ পতাকা হয়ে

উড়ে ওদের গাড়িতে ৷

ভীষণ কষ্ট হয় আমার প্রিয় জন্মভূমির মাটির জন্যে

পবিত্র এ মাটিতে আজও ওদের সৎকারের জায়গা জোটে ৷

আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে প্রতি ওয়াক্তে এই ভেবে

আমার প্রিয় স্বদেশের বাতাসে ওরা নিঃশ্বাস নিয়ে বাঁচে ৷

ভীষণ অবাক বিস্ময়ে আমি তাকিয়ে থাকি ওদের পানে

যখন ওরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের অংশীদারীত্ব দাবি করে ৷

আমার ভীষণ হাসি পায় যখন আমাকে ওরা দেয় চারিত্রিক সনদ

যারা কিনা লুটতে চেয়েছিলো আমার বাংলা মসনদ ৷

যখন ভাবি আমার ভাইয়ের রক্তে ওরা হোলি খেলেছে

আমার রক্তে তখন প্রতিশোধের আগুন ফিনকি দিয়ে উঠছে ৷

ভীষণ আক্ষেপ নিয়ে আছি আজও অপেক্ষাতে

একদিন ওদের বিচার হবেই এই বাংলার মাটিতে৷

0.00 avg. rating (0% score) - 0 votes