তোমার বিরহে কাতর ।।। শফিক তপন
তুমি জাননা রে প্রিয়
তোমারই বিরহে আমি কতটা কাতর,
তুমি যদি জানতে তবে
ভেবে ভেবে তুমিও হয়ে যেতে পাথর ।
মনে কি পড়ে তোমার
একদিনতো বলেছিলে যাবেনা ভুলে,
আদর আর সোহাগে
সাজাবে আমার বাসর রঙীণ ফুলে ।
যদি ভুলে নাই যাবে
তবে আজ কেন থাক তুমি দূরে দূরে,
তুমি বুঝনা রে প্রিয়
এই মন আমার ছাই হয় জ্বলে পুড়ে ।
আদর করে আমাকে
তোমার কাছে কাছে রাখতে এক দিন,
চেয়ে দেখনা আজিকে
তোমার বিরহে কতটাই হয়েছি মলিন ।
শনিবার, ২১শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ
অক্টোবর ৬, ২০১৮