তুমি হাতটা ছেড়ে দাও

তুমি হাতটা ছেড়ে দাও   ।।। শফিক তপন

তুমি হাত ছাড়ো

এই হাত ধরার নেই অধিকার,

হাত ছেড়ে দাও 

আমাকে বিরক্ত করনা আর । 

আমার হাত ছাড়ো

দয়া করে এই হাত ছেড়ে দাও,  

ভুলে যাও আমারে 

দয়া করে তুমি দূরে সরে যাও । 

সেই দিন কখনো

আসবে না তোমার জীবনে,

এই হাতটা ধরবে 

যখন ইচ্ছা তখন ক্ষণেক্ষণে । 

যে শাস্তিই দাওনা 

কখনোই ধরতে দেবনা হাত,

বহুদূরে চলে যাব 

দেখতে পাবেনা কখনো হঠাৎ । 

পাবেনা এই হাত

আর কোনদিন ধরতে দেবনা, 

হাত ধরে রাখলে 

আমি তোমার হব তা ভেবনা । 

——————————

রবিবার, ২২শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

অক্টোবর ৭, ২০১৮ইং

0.00 avg. rating (0% score) - 0 votes