আদিমতা

আদিমতা
লীনা দাস(26/9/18)

সব সময় শান্ত থাক কি করে বলোতো?
রাগের কথাতেও গলা চড়াও না,
হ্যাঁ,ঠিকই গলাটা একটু কঠিন হয়ে যায় তোমার,
আচ্ছা,বলোতো আমার উপর খুব রাগ না তোমার?
কোন সময় কি ইচ্ছে করে তোমার,কথা না বলার?

জানি তো,ভালবাস আমায়,
চোখ বুজে আমিও বিশ্বাস করি-
তোমায়,
আর এটাও জানি পৃথিবী রসাতলে
চলে গেলেও
তুমি যাবে না ছেড়ে আমায়।

তোমাকে যে এতো বকি,তোমার
রাগ হয় আমার পরে?
আহা!তুমি বকোনা বুঝি আমায়?
শোধবোধ তবে।

সামনের শ্রাবনে তুমি আর আমি
হাত ধরাধরি করে ভিজবই—
কথা নিয়ে রাখলাম তোমার কিন্তু,
কোনো অজুহাত?শুনব না যেন,
অভিমানিনী আমি,সেতো তুমি জানই;

ঘনঘোর বরষার শ্রাবনী রাতে,
আমি চাই তোমার ঠোঁটের উষ্ণতা,
বুকের নিবিড় ওম আর….আর
আদিম মানব মানবী হয়ে যেতে—-

0.00 avg. rating (0% score) - 0 votes