কবি আমাকে চিনলন,,,, না,
এতো করিয়ে ঘেসিয়ে মেঝে,,,, তাহারে
পেতে চেয়েছি একটি তার আকুতি করে
নাহি পেলাম,,,,, আহরে।
একদা কবে কোন খেয়ালে তাঁর প্রেমের
অনুতপ্ত ,,,,,হয়েছি,
তখন থেকে কবিকে চেনা মনে আমার
উদাসীনতা ,,,,,বয়েছে।
আমি কবিকে ভালবাসার কথা বলতে
পারিনি যাহা,,,,, সত্য,
কবি আমার ভাললাগার বিশেষ এক
অংশ মূর্ত ,,,,পত্র।
কবির তৈরি ছবি জগত আমার কাছে
অতি নিকট ধরেছে,,
আমি দেখছি সহজ করে ভাবুক হরে,
পুতিয়ে গেঁথে ভরেছে।
আমার দোষ কবির দোষ কবির ওনা
আমার ও না,,, মতৈক,
হিসেব করি আগে করিনি সাধারণত,,
আমার মত,,, যাহোক।
কবি আমাকে চিনলন না, আপশোস না
কবিতো কবি, ,,,,,,উদারে,
তাহাকে আমি আমার মত ভুল করিয়ে
আমার করি ,,,,,,সুধারে।
আমি চেয়েছি কবে কবিকে কবি এঁকেছে
আমার আমাকে,,,,, যাহাতে
আমার ছবি কবিতা মাঝ দেখছি ভাসে
আমাকে খুঁজি তাহাতে।
কবিকে নয় আমারে খুঁজি কবির মাঝে+++
কবিতায়,,