জননী
মোঃ জাহাঙ্গীর আলম
স্বপ্ন নয় কল্পনা নয় আমি মহাশূন্যে ভাসি
আমার মমতাময়ী মায়ের কল্যাণে আমি দুনিয়ায় আসি।
আমি যখন ছোট্র ছিলাম বোঝতাম না কিছু
জননী আমায় আঁকড়ে রাখতো থাকতাম তার পিছু পিছু।
দুঃখ কষ্ট যেতাম সব ভুলে
আদর করে মা যখন নিতেন কোলে।
আমার জন্য হাজার কষ্ট নিয়েছো তুমি মেনে
আমি কি এমন মাগো? তোমায় কষ্ট দিবো সব জেনে।
আহার অনাহার তন্দ্রা নিদ্রায় নেয়নি কেউ খবর
চোখের পলকে পলকে মা বলেছে কি অবস্থা খোকা তোর?
দিনে দিনে হয়েছি বড়, অনেক কিছু বোঝি
মিথ্যার বসে মাকে ভুলে অহংকারে সাজি।
তুমি এত অহংকারী! কেমন করে গেলে সব ভুলে?
তোমার জান্নাত তোমার মায়ের পদতলে।
জননী বীনে সুন্দর পৃথিবী দেখতে না তুমি চোখ মেলে
কিসের মোহে সেই জননীরে তুমি বিদ্ধাশ্রমে দিলে?
তোমার সুখের জন্য জননী করেছে সব বিসর্জন
জননী বীনে সুন্দর হবে কি করে তোমার এই ভুবন।
তুমি বোঝবে কেমন করে দুঃখ কত তাঁর?
ভুবনে সব আছে শুধু জননী নেই যার।
আমার জরাজীর্ণ ছোট্র খানি ঘর
মমতাময়ী মা ছাড়া সবাই যেন পর।
জন্ম যদি আবার হয় এই মায়ের গর্ভেই যেন আসি
আমি আমার মাকে অনেক ভালোবাসি।